img
প্রথমবার জনসভায় বিজয়, বললেন ‘রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র’

সিনেমায় ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দিয়েছেন দক্ষিণি তারকা থালাপতি বিজয়। ‘তামিলাগা ভেটরি কাজাগম’ নামে রাজনৈতিক দল গড়েছেন তিনি।
রাজনীতি করার ঘোষণার আট মাস পর প্রথমবারের মতো নিজের দলের কোনো জনসভায় দেখা গেছে বিজয়কে। গতকাল তামিলনাড়ু রাজ্যের বিক্রবান্দি শহরে দলের সম্মেলনে সিনেমা নিয়েও কথা বলেছেন বিজয়।

কয়েক বছর ধরেই সিনেমায় ব্যস্ত সময় কাটছিল বিজয়ের; তাঁর সিনেমা দেখতে দর্শকেরা হুমড়ি খেয়ে পড়েন। এ মুহূর্তে ‘থালাপতি ৬৯’ সিনেমায় কাজ করছেন; এই সিনেমার জন্য ২৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই তারকা।

 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ‘থালাপতি ৬৯’ ছবিই বিজয়ের শেষ সিনেমা হতে পারে। বিজয় অভিনীত সিনেমা ‘গ্রেটেস্ট অব অল টাইম’ মুক্তি পেয়েছে ৫ সেপ্টেম্বর।

মোট অঙ্কের পারিশ্রমিককে তুচ্ছ করে রাজনীতিতে এসেছেন বিজয়। জনসভায় তিনি বলেছেন, ‘আমি অভিনয় ক্যারিয়ারে চূড়ায় ছিলাম, মোটা অঙ্কের পারিশ্রমিক পেতাম, সবকিছুকে ফেলে তোমাদের কাছে এসেছি। আমি তোমাদের বিজয় হয়ে থাকতে চাই। তোমাদের ওপর আমি বিশ্বাস রেখেছি।’

 

বক্তব্যে বিজয় আরও বলেছেন, ‘রাজনীতি কোনো সিনেমার জায়গা নয়, রাজনীতি যুদ্ধক্ষেত্র।’

২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছেন বিজয়।

আগামী বছর ‘থালাপতি ৬৯’ মুক্তি পেতে পারে। এইচ বিনোথ পরিচালিত ছবিতে পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজুসহ আরও অনেকে রয়েছেন।

Related Post
img
Join to Us
Newsletter

Stay Updated on all that's new add noteworthy