
27 অক্টোবর 2024
কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কমলপুর এলাকা থেকে ছাত্রলীগ নেতাকে ও শম্ভুপুর এলাকা থেকে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার দুজন হলেন ভৈরব পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি রাব্বি মিয়া (৩০) ও শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রাশিদ বাউল (৫৫)।
র্যাব-১৪–এর ভৈরব ক্যাম্প সূত্রে জানা যায়, ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। একপর্যায়ে নিউ টাউন এলাকায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। তিনটি মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে গতকাল দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালায় র্যাব। সন্ধ্যার দিকে রাশিদ ও রাব্বীকে আটক করা হয়। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে।
পুলিশি হেফাজতে থাকা অবস্থায় রাশিদ ও রাব্বি সাংবাদিকদের জানান, তাঁরা মিছিলে গেলেও বিএনপির কার্যালয়ে ভাঙচুর এবং কারও ওপর হামলা চালাননি।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার মো. শহীদুল্লাহ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওই দুজনকে ভৈরব থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও ছাত্রদের ওপর হামলার অভিযোগে করা মামলায় পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
28 অক্টোবর 2024
28 অক্টোবর 2024
27 অক্টোবর 2024
28 অক্টোবর 2024
28 অক্টোবর 2024
27 অক্টোবর 2024
Copyright ©2024 AponarKontho